গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার এলাকায় যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিলে আগুন লেগেছে।
শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
তিনি আরও জানান, তাতক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।