গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Gazipur-2-_23_August_2015-_Gazipur_US_Embasedor_Visit_garments-21-300x173

মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট গাজীপুরের কনকর্ড গ্রুপের তৈরী পোশাক কারখানা জিকন গার্মেন্টস লিমিটেড পরিদর্শন করেছেন।

এসময় তিনি বলেন, এই কারখানার মত যদি এ দেশের কারখানাগুলো নিয়ম মেনে চলে, তাহলে বায়ররা এদেশে অবশ্য আসবেন এবং আপনারা অবশ্যই ব্যাবসা পাবেন। কারখানা চালানো জন্য যে সব নিয়ম রয়েছে তার সবগুলোই এখানে মেনে চলা হয়। শ্রমিকরা যে কারখানার আসল সম্পদ-এটা এই কারখানা দেখিয়েছে। এই কারখানায় অগ্নিনির্বাপক ব্যাবস্থা, সিড়ি সব কিছুই ভাল। এ ধরণের মান বজায় রাখলে পোশাক কারখানার ভবিষ্যত খুবই উজ্জল। তিনি রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনায় অবস্থিত ওই কারখানার বিভিন্ন ফ্লোর ঘুরে নিরাপত্তা ব্যবস্থা, কারখানায় কর্মরত শ্রমিকদের কর্ম-পরিবেশ, সুযোগ সুবিধা, পোশাকের মান ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করেন। পরে মালিক কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, ব্যবস্থপনা পরিচালক এস কে লালাসহ  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *