গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকান্ডে একটি বাড়ির ৮টি কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, তেলিরচালা এলাকার মো. আফসার উদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই বাড়ির ৮টি কক্ষ ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।