গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে তিন দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা উপজেলা অডিটরিয়ামে শুরু হয়েছে। শনিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হবে।
কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে সাধারন সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোনেন। প্রশিক্ষনের উদ্বোধণ করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। প্রশিক্ষনে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী’র সমন্বয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোনেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ মোঃ সফিউল ইসলাম, মানারাত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক রফিকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থার ষ্টাফ রির্পোটার ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুর ও কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার ৩৫ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।