ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
গতকাল সন্ধ্যায় হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। এপিজে কালাম ছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতি। খ্যাতনামা এই পরমাণু বিজ্ঞানী ভারতে ‘মিসাইলম্যান’ নামে পরিচিত ছিলেন। জি নিউজ।
জানা গেছে, সোমবার মেঘালয়ের শিলংয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পড়ে যান কালাম। সঙ্গে সঙ্গে তাকে বেথানি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিত্সক জনশৈল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই সাবেক রাষ্ট্রপতির মৃত্যুর খবর নিশ্চিত করেন। কিছুক্ষণের মধ্যে ভারতের সংবাদ সংস্থা পিটিআই সাবেক রাষ্ট্রপতির মৃত্যুর খবর নিশ্চিত করে। ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন কালাম। অকৃতদার এই বিজ্ঞানী একাধিকবার বাংলাদেশ সফরে এসেছিলেন।