ইংরেজি ২০১৬ নববর্ষ উদযাপন উপলক্ষে ডিএমপি’র পরামর্শ

DSC_3142

আজ ২৮/১২/২০১৫ তারিখ দুপুর ১২.০০ টায় ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম আগামী ৩১/১২/২০১৫ তারিখ ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরবাসীর জন্য বিভিন্ন বিষয়  পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।ডিএমপি কমিশনার বলেন, ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখ রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফুর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে। পূর্ববর্তী বৎসরগুলোর অভিজ্ঞতার আলোকে দেখা যায়, এ আনন্দ উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে। কতিপয় ব্যক্তি আনন্দের আতিশয্যে পটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটর সাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা/দূর্ঘটনা ঘটিয়ে অনাকাক্সিক্ষত পরিস্থিতির উদ্ভব ঘটায়। ক্ষেত্র বিশেষে প্রকাশ্যে অভদ্রোজনোচিত আপত্তিকর আচরণ করে থাকে। এ সকল নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকান্ড একদিকে যেমন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, অন্যদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, আগামী ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখ রাতে পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটর সাইকেল চালনাসহ যে কোন ধরণের অশোভন আচরণ এবং বেআইনী কার্যকলাপ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। ইংরেজি নববর্ষ উদ্যাপনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোন ধরণের আশঙ্কা রোধকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত বদ্ধপরিকর। এছাড়াও ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো ঃ
১। ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায় এবং প্রকাশ্যে কোন ধরণের জমায়েত/সমাবেশ/উৎসব করা যাবে না।
২। উন্মুক্ত স্থানে কোন ধরণের অনুষ্ঠান বা সমেবত হওয়া যাবেনা।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকবৃন্দকে ৩১/১২/২০১৫খ্রিঃ ২০.০০ টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৮.০০ ঘটিকার পরে বহিরাগত কোন ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না।  গুলশান এবং বনানী, বারিধারা এলাকায় ২০.০০ ঘটিকার পর বহিরাগত কোন ব্যক্তি বা যানবাহন প্রবশে করতে দেওয়া হবে না।
৪। উপর্যুক্ত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে সম্মানিত নাগরিকবৃন্দকে কর্তব্যরত পুলিশ
সদস্যবৃন্দকে পরিচয়পত্র প্রদর্শন করতে অনুরোধ করা হলো।
৫। একইভাবে উপর্যুক্ত সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয়
আবাসিক এলাকায় যে সকল নাগরিক বসবাস করেন না তাদেরকে বর্ণিত এলাকায় গমনের ক্ষেত্রে
নিরুৎসাহিত করা হলো।
৬। সন্ধ্যা ১৮.০০ টার পর হাতিরঝিল এলাকায় কেউ প্রবেশ করবেন না বা অবস্থান করবেন না।
৭। ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১/১২/২০১৫ তারিখ ২০.০০ টা হতে ০১/০১/২০১৬ তারিখ ভোর ০৫.০০ টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেঁস্তোরা, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্ট সম্মানিত নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করা গেল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উপর্যুক্ত নির্দেশনা পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

৮। কোথাও আতশবাজি/পটকা ফুটানো যাবে না।
৯। উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে নাচ,গান বা কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
১০। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১/১২/২০১৫খ্রিঃ ১৮.০০ ঘটিকার পর ঢাকা মহানগরীর কোন বার খোলা রাখা যাবে না।
১১। যে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সম্মানিত নাগরিকবৃন্দকে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহায্য গ্রহণের পরামর্শ দেয়া হলো।
১২। কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তা করার জন্য সম্মানিত নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইংরেজি নববর্ষ-২০১৬ উদ্যাপন নির্বিঘœ করতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *