অসাধ্যকে সাধন করছে বাংলাদেশিরা: ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,অবহেলিত দহগ্রাম-আঙ্গপোতার মানুষ আজ নতুন যুগে ঢুকেছেন। অনেক উন্নত দেশ যা পারে না বাংলাদেশের মানুষ তা পারে। বাংলাদেশের মানুষ অসাধ্যকে সাধন করেছে।

বুধবার দুপুরে গণভবন থেকে গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতা এলাকায় থ্রিজি সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন,এক সময় লালমনিরহাট মঙ্গা পীড়িত অঞ্চল ছিল। আমরাই সর্ব প্রথম লালমনিরহাটে ভুট্টা চাষ করি। বর্তমানে সারা দেশে ভুট্টার চাষ হচ্ছে। শুধু ভ্ট্টুাই নয়; লালমনিরহাটে এখন ১৫ শতাংশ উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হচ্ছে। এভাবেই এ অঞ্চল থেকে মঙ্গা শব্দটি বিদায় নিয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ২০০৯ সালে রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। যদিও সেটি ছিল পরীক্ষামূলক। ২০১৩ সালে নিলামের মাধ্যমে সবগুলো বেসরকারি অপারেটর থ্রিজিতে চলে যায়। বর্তমানে দেশে ২ কোটি থ্রিজি গ্রাহক রয়েছে। অনেক উন্নত দেশ যা পারছে না,তা বাংলাদেশিরা তা করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, বর্তমানে আমরা অল্প খরচে শহর থেকে গ্রাঞ্চলে ছড়িয়ে দিয়েছি মোবাইলের ব্যবহার। আজ আমরা থ্রিজিতে চলে গেছি।

সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বেকারদের দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে প্রতিটি উপজেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ঘরে বসেই দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য,কৃষিসহ সব বিষয়ে তথ্য পাচ্ছে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে। ডাকঘরগুলোতে তথ্যসেবা কেন্দ্র স্থাপনের কাজ চলছে। মানুষ ঘরে বসেই কেনা-কাটার করতে

ভিডিও কনফারেন্সে দহগ্রামবাসীর আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটে অনেক গিয়েছি,এ বছর কুড়িগ্রাম সফর করেছি। আগামীতে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলে আসব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দহগ্রাম-আঙ্গরপোতায় থ্রিজি নেটওয়ার্ক সংযোগ দেওয়ার জন্য  গ্রামীণফোনকে ধন্যবাদ জানান।

GrameenPhone News_25-11-2015 (1)

এসময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণফোন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন। উপস্থিত ছিলেন,লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *