খেল খেল মে, খেল খেল কে, খেল আ জায়েগা……এই বয়সেও সমান হারে টেক্কা দিয়ে চলেছেন আজকের হিরোদের।
নিজেকে নিয়ে করে চলেছেন বারবার এক্সপেরিমেন্ট। সত্তরে কুড়ির প্রেম, ১২ বছরের প্রোগেরিয়া আক্রান্ত বাচ্চা ছেলের পর, আরও একবার চ্যালেঞ্জিং চরিত্রে অমিতাভ। মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি ‘ওয়াজির’-এর পোস্টার।
অমিতাভ ও ফারহান দু’জনেই হাজির পোস্টরে। ‘ওয়াজির’-এ অমিতাভ এক পক্ষাঘাত গ্রস্ত দাবাড়ু।
প্রথম লুকেই বাজিমাত করেছেন তিনি। হুইল চেয়ারে বসে এই দাবাড়ুর শীতল চাওনি জিতে নিতে বাধ্য দর্শকদের চিত্ত।
ছবিতে তার সঙ্গতে রয়েছেন ফারহান আখতার। এখানে ফারহান একজন পুলিশ অফিসার। এই ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি। এছাড়া ভিলেনের চরিত্রে রয়েছে নীল নীতিন মুকেশ।
অভিনয় জীবনে একের পর এক মাইলস্টোন টপকেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। প্রতিবার নিজেকে প্রমাণ করেছেন দক্ষ অভিনেতা হিসাবে।
তাইতো বারবার নিজের তৈরি রেকর্ড ভাঙার জন্য চ্যালেঞ্জ নিচ্ছেন তরুণদের মত। এখন দেখার ‘ওয়াজির’ অমিতাভ-ফারহান জুটি বক্স-অফিসে কি জাদু দেখায়।