জুয়ার আসর থেকে উপজেলার ভাইস চেয়ারম্যানসহ ৫২ জন আটক

43450192 copy

গাজীপুর কালীগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিল্পপতি মো. আমজাদ হোসেন স্বপনকে রাজধানীর উত্তরার একটি জুয়ার আসর থেকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় আরো ৫১ জন জুয়ারিকে প্রায় ৩ লাখ টাকাসহ আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে জুয়া খেলাকালীন সময় তাদেরকে আটক করে পুলিশ। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন জানান, রাজধানী ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৫ নম্বর রোডের বৃটিশ হোমস নামের ১৯ ন¤^র বাড়ির নিচতলা থেকে মঙ্গলবার দিবাগত রাতে জুয়া খেলাকালীন সময় তাদেরকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে আমজাদ হোসেন স্বপনসহ মোট ৫২ জুয়ারিকে আটক করে। এ সময় সেখান থেকে ওয়ান টেন জুয়া খেলার ২ লাখ ৮৩ হাজার ৪ শত ৯৫ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল গণি ভূঁইয়া জানান, শিল্পপতি আমজাদ হোসেন স্বপন বর্তমানে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান। নিজ এলাকা কালীগঞ্জ ছাড়াও ঢাকার উত্তরা ও বনশ্রীতে তার বাড়ি রয়েছে। গাজীপুরের কালীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন স্বপন ২০১৪ সালের মার্চে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের ব্যানারে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *