আফা ২ডা টেহা দেননা,২দিন ধরে কিছু খাই নাই ।মেডাম:যা বাগ এইখানথেকে। বিয়াদ্দপ ছেলে ।তারিক :স্যার ,স্যারগো ২ডা টেহা দেননা বোনডারে কিছুখাইতে দিতে পারি নাই ।ক্ষিদার জ্বালায় বোনডা কানতাসসাহেব :পাজি ছেলে।এই বলে ২টা চর দিয়ে দিলতারিককে ।তারিক এর বোননুরি একটা হোটেলেরপাশে বসে ছিল,যেই ভাইডারে দেখলো দৌড়ে ভাইডারকাছে গেল। ভাইজান,ভাইজান কিছু খাইতে দাওক্ষিদা লাগছে । ও ভাইজানকথা কও না কেন কি হইছে ।তারিক চোপ করে চোঁখদিয়ে জ্বল ফেলছে।কি করবে তারিকভেবে পাচ্ছে না । চলনূরি ২টা টেহা আছে তরে কিছুকিনে দেই,এইবলে একটা হোটেলে গেল ।তুই এনে দাড়ায়আমি আইতাছি এইবলে তারিকএকটা দোকানে গেলতারিক :ভাই আমারকাছে ২ডা টেহা আছে একটা পুরি দিবেনবইনডা কান্তাছেদোকানধার :যা এই খানথেকে ফাজলামু করিসনা ২টাকায় পুরি হয়তারিক :তাইলে ভাইএকটা কাজ দেন ।দোকানদার :না আমার লোকআছে ,বিরক্ত করিসনা তাইলে মার খাবি ।তারিক এক বুক কষ্টনিয়ে চলে আসল । কিছুইকরতে পারল না । নূরি চল এখনট্রেইন আসার টাইমহইছে দেহি কিছুকরতে পারি কিনা । এইবলে তারিকদৌড়ে একটা সাহেবেরব্যাগটা ধরল,স্যার স্যার ব্যগটা দেন , আমি উঠিয়ে দেইলোকটা তারিককে ২টা থাপ্পর দিল ।শালা চোরের বাচ্চা চোর ।ধান্দা করিস তাই না।যা বাগ এইখান থেকে ।এইখানেও তারিক র্বথ্য হল ।নুরি :ভাইজান আমি আরপারতেছি না কিছুখাইতে দাও । তারিক এর বয়স১০বছর আর নুরির বয়স ৬ বছর ।তারিক এর মা এদেরকে বাবারকাছে রেখে আরেকটা বিয়ে করে।বাবা ওআরেকটা বিয়ে করে সতমায়েরঅত্যাচারে বোনটাকে নিয়ে শহরে আশে ।কিছুক্ষন পর একটা হোটেলেরড্রেন এরপাসে গিয়ে খাবার হাতদিয়ে ধরে বোনটাকে দিচ্ছে আরবোনটা ক্ষিদার জ্বালায়কি খাচ্ছে টের পাচ্ছে না ।এই হল আমাদের স্বাধিনবাংলাদেশ যার কোনতুলনা নাই । কি অপরুপ আমারএই দেশ ।কেন এতঅবেহেলা ?কেন এতধিক্কার?কি দোষ করেছিলআমাদের এই পথের শিশু গুলি ।তোমরা যখন মার্কেট এ যাওকাপড়কিনতে তোমরা কি জান কতটাকা লাভ নিয়েছে ?জাননা কি ভাবে জানবে?হাজার হাজারটাকা হাতিয়ে নিচ্ছে অতচয়তোমরা তাতে বিন্ধুমাত্রআফসোস করছ না । যেইরিক্সা চালাক বা রাস্থারকোন মানুষ৫টা টাকা বেশি চাইল সেইতুমি খেপে গেলে অদেরকে মেরে তুমি নিজেকে খুবসাহসি প্রমান করলে তাইনা ?হায়রে মানুষ,তোমরা ভুলে গেছতোমাদের ব্যক্তিত্বটা মরে গেছে তোমাদেরভিতরের মনুষ্যত্ব টা । কেনআমরা কি পারি না অদেরকে একটু মানবতার হাতবাড়িয়ে দিতে ?
Related Posts
মুকসুদপুরে গন হিস্টিরিয়ায় আক্রান্ত ৩০ শিক্ষার্থী
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গাড়লগাতী কেএম উচ্চ বিদ্যালয় ও বহুগ্রাম পিসি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছে শনিবার সকালে। অসুস্থ শিক্ষার্থীরা হলো আবীর মোল্ল্যা (১৫), হেলাল (১৫), শিমু (১৫), লায়লা (১৫), সেতু (১৭), তারেক (১৪), রনি (১২), শ্রাবনী (১২), রিমি (১৩), জোবাইদা (১৫) প্রমুখ। উভয় স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন সকালে […]
কালিয়াকৈরে বাড়িতে অগ্নিকান্ড
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকান্ডে একটি বাড়ির ৮টি কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, তেলিরচালা এলাকার মো. আফসার উদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় […]
অপারেশনের সময় প্রসূতি মৃত্যুর ঘটনায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ক্লিনিক ভাংচুর
গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই হাসপাতালটি ভাংচুর করেছে। ২৫ অক্টোবর রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতির নাম রীমা আক্তার (৩০)। সে শ্রীপুর পৌর এলাকার উজিলাবো গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী। নিহতের শ্বশুর ওসমান গণি জানায়, ২২ […]