দায়িত্বে অবহেলা করলে জয়বাংলার লোক হলেও তাকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনা ছাড়া আমার চেয়ে বড় জয়বাংলা কর্মী বাংলাদেশে নেই। তাই জয়বাংলার নাম ভাঙিয়ে কোনও লাভ নেই।’
বুধবার দুপুরে সিরাজগঞ্জে কাজিপুরে এক স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনের পর আয়োজিত সভায় চিকিৎসক ও স্টাফদের সতর্ক করে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবায় যে যেখানে দায়িত্বে রয়েছেন যথাযথভাবে তাকে তা পালন করতে হবে। যে কাজ করবে না সে জয়বাংলার লোক হলেও তাকে বিদায় করে দেওয়া হবে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. দেবপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ আরা বানু, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আহমেদুল কবির, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে আট কোটি টাকা।
এর আগে মন্ত্রী কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর আলী শেখসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।