ময়মনসিংহ জেলা সদর উপজেলা, শম্ভুগঞ্জের লেতুমন্ডল উচ্চ বিদ্যালয়ে ব্যাপক দূর্নীত অনিয়ম শুরু হয়েছে বিদ্যালয়টি ১৯৬৯ সালে স্থাপিত হলে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ১৯৮৭ সালে লেতুমন্ডল উচ্চ বিদ্যালয়ে তিনি শিক্ষক হিসাবে চাকুরীতের যোগদান করেন পর্যায়ক্রমে ২০১০ সাল পর্যন্ত অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। কিন্তু উপরের মহলের ইশারায় স্থায়ীভাবে ও অবৈধভাবে প্রক্রিয়াকরণ করে এখনও বিদ্যালয়ে রেক্টর হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হলে মোঃ তোফাজ্জল হোসেন তোতা, টি.আর, কাবিখা, নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ভোয়া ভাউচার দেখিয়ে বহু টাকা পয়সা আত্মসাৎ করায় ৭নং ইউনিয়নের আওয়ামীলীগের নেতারা তাকে সভাপতি পদ থেকে অনাস্থা দেয় পরবর্তীতে কমিটি ভেঙ্গে দেয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়ে আসে। পরবর্তীতে আওয়ামীলীগের সম্মেলন হলে আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সম্মেলনের মাধ্যমে নির্বাচিত করা হবে। উলে¬খ্য বর্তমানে স্কুলে রেক্টর মোঃ রফিকুল ইসলাম ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোতা, তিনজন শিক্ষক ১৯ লক্ষ টাকার বিনিময়ে চাকুরী নিয়োগ দেয়। অর্থাৎ স্কুলের সভাপতি ও রেক্টর নিকট আত্মীয় পরিজনদের দিয়ে এখন স্কুল চালাচ্ছে। বর্তমানে স্কুলের রেক্টর এলাকার দূর্নীতির কারনে ২০০৮ সালে প্রকাশ্যে দিবালোকে প্রধান শিক্ষককে এলাকার সাধারন জনগন তাকে নাজের হাল করে। বর্তমান কমিটির সভাপতি ও রেক্টর মোঃ রফিকুল ইসলাম এর মেয়ে আমিনা বেগমকে উক্ত কমিটির সভাপতি ও নিয়োগ কমিটির সদস্য রেখে ম্যানেজ করে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। উক্ত বিদ্যালয়টিতে ১৭জন শিক্ষক কর্মচারীর মধ্যে রেক্টর ও সভাপতি নিকট আত্মীয় ও পরিবারের লোকজন বলে জানা যায়। নিয়োগ বাণিজ্য ও প্রক্রিয়াকরণ এর বন্ধের দাবিতে ও প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে হাই কোর্টে একটি মামলা দায়ের করে ১১/০৮/২০১৪ইং আদালতে নিষেধাজ্ঞার করেন। নিষেধাজ্ঞার কারনে প্রধান শিক্ষকসহ স্টার্ফদের ০৩ মাসের জন্য বেতন ভাতা বন্ধ থাকে। প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতির বিরুদ্ধে উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জেলা শিক্ষা মহা-পরিচালক মাধ্যমিক বরাবরে দরখাস্ত দাখিল করেন। চর ঈশ্বরদিয়া জনগনের একটি দাবী বর্তমান স্কুলের রেক্টর ও সভাপতি অপসারণের দাবীতে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার সুষ্ঠু তদন্ত করে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধের দাবী জানিয়েছেন এবং লেতুমন্ডল উচ্চ বিদ্যালয় ধ্বংসের হাত থেকে বর্তমান শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন।
Related Posts
সাংবাদিক ফয়সালের দাফন সম্পন্ন
সিলেটের তরুন সাংবাদিক রাশেদীন ফয়সাল এর দাফন সম্পন্ন হয়েছে। সিলেটর নিজস্ব প্রতিবেদক রাশেদীন ফয়সালকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন তার সহকর্মী স্বজন ও এলাকাবাসী । রোববার সকাল সোয়া ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে নামাজে জানাযা শেষে তাকে শেষ বিদায় জানানো হয়েছে। উপজেলার কোনাগ্রামের কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। রাশেদীন ফয়সালের নামাজে জানাজায় অংশ […]
উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা রংপুর
উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা রংপুর। এ জেলার বিভিন্ন জায়গায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। এবারের বেড়ানো উত্তরের জেলা রংপুরে। কেরামতিয়া মসজিদ পুরোনো মসজিদটি শহরের জজ কোটের পেছনে অবস্থিত। ইসলাম ধর্মের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)-এর ৩৫তম বংশধর কেরামত আলী জৌনপুরী ইসলাম প্রচারের জন্য রংপুরে আসেন। তার মৃত্যুর পরে ১৮৭৩ সালে মাজার সংলগ্ন এ মসজিদটি […]
মুকসুদপুরে গন হিস্টিরিয়ায় আক্রান্ত ৩০ শিক্ষার্থী
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গাড়লগাতী কেএম উচ্চ বিদ্যালয় ও বহুগ্রাম পিসি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছে শনিবার সকালে। অসুস্থ শিক্ষার্থীরা হলো আবীর মোল্ল্যা (১৫), হেলাল (১৫), শিমু (১৫), লায়লা (১৫), সেতু (১৭), তারেক (১৪), রনি (১২), শ্রাবনী (১২), রিমি (১৩), জোবাইদা (১৫) প্রমুখ। উভয় স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন সকালে […]