ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে উইঙ্গার জাহিদ হোসেনের নৈপুণ্যে মুক্তিযোদ্ধাকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে শেখ রাসেল। জাহিদ নিজে এক গোল করলেও করিয়েছেন তিনটি। আগের লেগে মুক্তিযোদ্ধা ২-১ গোলে রাসেলকে হারিয়েছিল। দ্বিতীয় লেগে চার ম্যাচের মধ্যে মুক্তিযোদ্ধা এখনও জয় পায়নি। শেখ রাসেল অবশ্য দ্বিতীয় লেগের তিনটি ম্যাচেই জিতেছে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের নয় মিনিটে লিড নেয় মুক্তিযোদ্ধা। সেনেগালের ফরোয়ার্ড কামারা সারবার ‘কাট ব্যাক’ বুক দিয়ে রিসিভ করেন এনামুল। সুন্দরভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিং করেন মুক্তি অধিনায়ক। তবে এক মিনিট পরেই পেনাল্টি পায় শেখ রাসেল। মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর চৌধুরী শেখ রাসেলের উইঙ্গার জাহিদ হোসেনকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি জসিম উদ্দীন পেনাল্টির নির্দেশ দেন। জাহিদ হাসান এমিলির শট নিলেও পোস্টের বাইরে দিয়ে সেটি চলে যায়। পাঁচ মিনিট পর ফের পেনাল্টি পায় শেখ রাসেল। এবারো আগের ঘটনার পুনরাবৃত্তি। জাহিদকে ফাউল টিটুর। আগেরবার এমিলি ব্যর্থ হলেও ক্যামেরুনের ফরোয়ার্ড ইকাঙ্গা আর ব্যর্থ হননি। শেখ রাসেল ম্যাচে সমতা আনে। এরপর মুক্তিযোদ্ধার ডিফেন্স অসংগঠিত থাকায় শেখ রাসেলের সামান্য আক্রমণেই ভেঙে যায় মুক্তিযোদ্ধার রক্ষণ দুর্গ। মিডফিল্ডে কোনো নিয়ন্ত্রণ ছিল না। ডিফেন্ডার আনিসুল ইসলাম সুইটের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে রাসেলের নাইজেরিয়ান পল এমিল টিটুকে পরাস্ত করে দলের দ্বিতীয় গোল করেন। এরপর প্রথমার্ধে ব্যবধানটা আরো বাড়িয়ে সুযোগ পেয়েছিল রাসেল। ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেটা সম্ভব হয়নি। ৩৫ মিনিটে হেমন্ত ভিনসেন্ট তিতুমীরকে একা পেয়েও গোল করতে পারেননি। এরপর দ্বিতীয়ার্ধের ১১ মিনিট একক প্রচেষ্টায় দারুণ গোল করেন শেখ রাসেলের জাহিদ। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে চার জনকে কাটিয়ে বক্সের মধ্যে প্রবেশ করে গড়ানো শটে গোল করেন জাহিদ। পাঁচ মিনিট পরেই আবার গোল। এবার জাহিদ যোগানদাতা। ডান প্রান্ত থেকে জাহিদের স্কয়ার পাসে পল এমিল প্লেসিংয়ে গোল করেন। ৮৫ মিনিটে জাহিদ হোসেনের লো ক্রসে বদলি ফুটবলার রুম্মন ভলিতে দলের পঞ্চম গোলটি করেন। ১৩ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। মুক্তিযোদ্ধা এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। প্রিমিয়ার লিগে দুই দলের ১৭ বারের মোকাবিলায় এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়।