টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আজকে সকাল ১১টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তিন দিনব্যাপী ধর্মঘট কর্মসূচির দ্বিতীয় দিন আজকে রাজধানীর পাশাপাশি সারা দেশে সড়ক অবরোধ করেন ভ্যাটবিরোধী শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকে বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী উত্তরা হাউজ বিল্ডিং মোড়ে জড়ো হন। পরে সেখান বিক্ষোভ মিছিল করেন তারা রাস্তায় অবস্থান করে।
ভ্যাটবিরোধী বক্তব্য লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের এবং তাদের স্লোগানে আশে পাশের এলাকা কম্পিত হয়ে উঠে। এসব এলাকায় আজকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, শিক্ষাকে পণ্য বলে মেনে নিলে ভবিষ্যৎ শিক্ষার্থীদের কাছে অপরাধী হয়ে থাকব। আমাদের লক্ষ্য করে তারা বলবে, ‘তোমাদের সময় ভ্যাট আরোপ হয়েছে। তোমরা মেনে নিয়েছ, তাই আমাদেরও মেনে নিতে হচ্ছে। আমরা শিক্ষাকে পণ্য হতে দিতে পারি না। শিক্ষাকে জাতির মেরুদন্ড বলা হয়, তাই এ মেরুদন্ড সোজা রাখতে ভ্যাট প্রত্যাহার জরুরি।’ সরকার ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান তিনি।
এই দিকে আন্দোলন এড়াতে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠান সাধারণ বন্ধ ঘোষণা করে। বাড্ডা, নতুনবাজার, বনানী ও মহাখালী এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টায় বিক্ষোভ করেছেন বলে জানান। ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনের ধর্মঘট ডাকেন। আজকে ছিল ধর্মঘটের দ্বিতীয় দিন।
এদিকে ধর্মঘটের দ্বিতীয় দিন রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশে ভ্যাট প্রত্যাহার দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।