বাজেট ঘোষণা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২১২ কোটি ৩ লক্ষ টাকার

1

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০১৬২০১৭ অর্থ বছরের জন্য ২১২ কোটি লক্ষ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে

সোমবার বিশ্ববিদ্যালয়ের ঢাকা সিটি অফিসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বোর্ড অভ গভর্ণরস্ এর ১৫১ তম সভায় বাজেট অনুমোদিত হয়েছে

উপাচার্য অধ্যাপক . এম. মাননান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব গভর্ণস্ এর সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক . মো. আবু তাহের। বাজেটে রাজস্ব খাতে ২১২ কোটি লক্ষ হাজার এবং উন্নয়ন খাতে ২৩ কোটি ২৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে রাজস্ব বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৬২ কোটি ৬৫ হাজার টাকা যা মোট রাজস্ব বাজেটের ২৯ দশমিক ৫৫ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল হতে বাজেটে ১১০ কোটি ৩৫ হাজার টাকার সংস্থান রাখা হয়েছে যা রাজস্ব বাজেটের ৭০ দশমিক ৪৫ শতাংশ। একই সঙ্গে ২০১৫২০১৬ অর্থ বছরে ১৬১ কোটি ৭২ লক্ষ ১৭ হাজার টাকা রাজস্ব এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৮৮ লক্ষ ৩৫ হাজার টাকা সংশোধিত বাজেট সভায় অনুমোদিত হয়

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গণ সংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম সিখদার জানান, সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে শিক্ষা সুবিধা বিস্তরণের লক্ষ্যে বাজেটে আলোকপাত করা হয়েছে। শিক্ষা প্রোগ্রাম চালুর মাধ্যমে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির প্রয়োজন চাহিদার প্রেক্ষিতে ব্যয় সাশ্রয়ী নতুন শিক্ষা প্রোগ্রাম চালু বর্তমান শিক্ষা প্রোগ্রাম অধিকতর উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিতে ট্রেজারার বাজেট বক্তৃতায় উল্লেখ করেন

বোর্ড অব গভর্ণরস্ এর বাজেট সভায় ট্রেজারার অধ্যাপক . মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের বাজেট বাস্তবায়নে Network, CPM, PERT, Gantt Chart, Milestone Budgeting ইত্যাদি কৌশলের সহায়তায়প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *