সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী পাঁচ বছরে পদ্মা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।পরিকল্পনার মেয়াদকাল অর্থ্যাৎ ২০২০ সালের মধ্যে চট্টগ্রামে এলএনজি টার্মিনাল ও ঢাকায় ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট (এমআরটি)-এর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে।২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ। আর ২০২০ সালে বাংলাদেশের উন্নয়নের চিত্রটি কেমন হবে, অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, এ সব লক্ষ্য নিয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া দলিল চূড়ান্ত করেছে।
পরিকল্পনা মেয়াদকালে পদ্মা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্রবন্দর, মেট্রো রেল, এলএনজি টার্মিনাল পায়রা সমুদ্রবন্দরের মতো বড় প্রকল্পে বিনিয়োগকেই প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে।এসব প্রকল্প বাস্তবায়নে সরকার ৭ লাখ ২৫ হাজার ২০০ কোটি এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা ২৪ লাখ ৬৫ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে পরিকল্পনায় লক্ষ্য নির্ধারন করা হয়েছে।