ধর্ষণের কারণ সম্পর্কে নতুন তত্ত্ব উপস্থাপন করেছেন ভারতের সমাজবাদী দলের নেতা আজম খান। তাঁর মতে, ভারতে দলিতসহ প্রতিদিন ধর্ষণের ঘটনার কারণ একটাই-মোবাইল ফোন। গত শুক্রবার ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আজম খান বলেছেন, শহরের সঙ্গে গ্রামাঞ্চলেও মোবাইল ফোনের জন্যই ধর্ষণ বাড়ছে।
তাহলে আড়াই বছরের শিশুও কেন ধর্ষিত হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেও আজম খান কাঠগড়ায় দাঁড় করান মোবাইল ফোনকেই। তাঁর দৃষ্টিতে এসব সমস্যার মূলে রয়েছে ওই ছোট যন্ত্রটি। তাঁর ভাষ্য, মোবাইল ফোনের দৌলতে এমনকি গ্রামেও লোকজন যা খুশি ডাউনলোড করতে পারে। ছোট ছোট ছেলেমেয়েরাও ইচ্ছামতো ‘আজেবাজে’ জিনিস সহজেই দেখতে পায়। ‘অপ্রাপ্তবয়স্কদের হাতে এমন কিছু ছবি বা সিনেমা সহজেই চলে আসছে যা এখনো তাদের দেখার বয়স হয়নি।’ মন্তব্য আজম খানের।
গত সপ্তাহে দিল্লিতে ধর্ষিত হয়েছে দলিত সম্প্রদায়ের আড়াই বছরের এক মেয়েশিশু। সেই প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুক্রবার এই মন্তব্য করেন আজম খান।