নেদারল্যান্ডস’র রানী ম্যাক্সিমা অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাক শিল্পের (আর এম জি) নারী শ্রমিকরা কিভাবে উপকৃত হচ্ছেন, তা দেখতে গতকাল ভিয়েলাটেক্স গার্মেন্ট ফ্যাক্টরি পরিদর্শন করেন।
তিনি ফ্যাক্টরির একটি ফ্লোর পরিদর্শন করে এখানকার কর্ম পরিবেশ প্রত্যক্ষ করেন। রানী এ ফ্যাক্টরির ডিজিটাল ব্যবস্থায় (বিকাশের মাধ্যমে) পারিশ্রমিক পাওয়া নিম্ন আয়ের শ্রমিকদের অভিজ্ঞতা ও চাহিদা বিষয়ে খোঁজ খবর নেন। এর আগে এ প্রতিষ্ঠানের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা কোম্পানিটির উৎপাদন ব্যবস্থা, সি এস আর কর্মকাণ্ড এবং কর্পোরেট ও আর্থিক সক্ষমতার বিষয়ে রানীকে অবহিত করেন। খবর বাসসের।
নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মাদ বেলাল ও ঢাকাস্থ জাতিসংঘ রেসিডেন্ট কো–অডিনেটর রবার্ট ওয়াটকিনস অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন। ডাচ রানী উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মসূচির লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে ৩ দিনের সফরে গত সোমবার বাংলাদেশ সফরে আসেন।