এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব আমিনুল হক শামীম ট্রেইড এন্ড ইনভেষ্টমেন্ট সামিট-২০১৫তে যোগদিতে সিংগাপুর গেছেন।
গতকাল সকাল ৮টা ৩০ মিনিটে শাহ জালাল বিমান বন্দর থেকে বিমানে সিংগাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলাদেশ সরকারের বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎমন্ত্রী নজরুল হামিদ এমপি, ব্রেক্সিমকো ফার্মাসিটিক্যাল লি: এর ম্যানেজিং ডাইরেক্টর মো: নাজমুল হাসান পাপন এমপি, এফবিসিসিআইএর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। নেতৃবৃন্দ সিংগাপুরে ট্রেড এন্ড ইনভেষ্টমেন্ট সামিট -২০১৫ এর বিভিন্ন সেমিনারে অংশ গ্রহন করবেন ও বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পদ্দোক্তাদের সাথে মতবিনিময় করবেন। ইউনাইটেড ন্যাশানের সাবেক সেক্রেটারী জেনারেল কফি আনানের সাথে সাক্ষাত করবেন ও সেমিনারে অংশ গ্রহন করবেন। পরে নেতৃবৃন্দ ডিনারে অংশ গ্রহন করবেন।