ময়মনসিংহে আটক ৩ দুই হাজার নিবন্ধিত সিমসহ

file-3-4

ময়মনসিংহ শহরের এক বাড়ি থেকে অন্তত দুই হাজার নিবন্ধিত মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে পুলিশ সময় তিনজনকে আটক করা হয়

আটক তিনজন হলেন জহিরুল ইসলাম (২০), হুমায়ুন (২৫) রুহুল আমিন (২০) তারা সবাই অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য

বুধবার রাতে শহরের সানকিপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে

পুলিশ জানায়, গোপন সংবাদ ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে সানকিপাড়া নয়নমণি মার্কেট এলাকার সুরুজ আলী নামের একজনের বাড়ি থেকে অবৈধভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা দুই হাজার ২০০ সিম, পাঁচটি অবৈধ ভিওআইপি একটি বায়োমেট্রিক যন্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা সিমগুলো রবি, এয়ারটেল গ্রামীণ ফোন কোম্পানির। একটি চক্র বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে যাওয়া ব্যক্তিদের কাছে থেকে কৌশলে বেশি বেশি আঙুলের ছাপ আদায় করে ওই সব সিম নিবন্ধন করে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে বেশি দামে বিক্রির জন্য সিমগুলো সংরক্ষণ রাখা হয়েছিল

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড আবেদন করে আজ যেকোনো তাঁদের সময় আদালতে পাঠানো হবে

বেসরকারি মোবাইল অপারেটর এয়ারটেলের তিন কর্মকর্তাকে সিম জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করার এক দিন পর ময়মনসিংহে এই চক্রের সন্ধান পেল পুলিশ অনিবন্ধিত অর্থা বেনামা সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপির মাধ্যম বিদেশে টেলি যোগাযোগের সুযোগ করে দিয়ে ধরনের চক্রগুলো সরকারের কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় করে আসছে

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া শেষে অনিবন্ধিত সিম বন্ধ হওয়ার পাশাপাশি এখন আর আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম পাওয়ার কথা নয়

তারপরও সম্প্রতি বিভিন্ন স্থানে কয়েকটি দোকানে জাতীয় পরিচয়পত্র আঙুলের ছাপ ছাড়াই সিম বিক্রির তথ্য পাওয়ায় অভিযান শুরু করে বিটিআরসি পুলিশ

পুলিশ বলছে, এয়ারটেলের তিন কর্মকর্তাসহ মোট ২২ জনকে তারা মঙ্গলবার আটক করেছেন, যারা নিবন্ধন জালিয়াতিতে জাড়িত

বিটিআরসির পরিচালক সুফি মো. মঈন উদ্দিন জানান, এই চক্রটি নিবন্ধনের সময় নানা অজুহাতে একাধিকবার গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে তার অজান্তেই অন্য সিমও তার নামে নিবন্ধন করে আসছিল। উদ্দেশ্য ছিল এসব সিম অপরাধীদের কাছে বেশি দামে বিক্রি করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *